• আজ- শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:০২ পূর্বাহ্ন
/ শাহজালাল সুজন
শাহজালাল সুজন রাতের গগন তারায় ভরা জ্যোৎস্না মাখা চাঁদ, চাঁদের আলোয় এই ধরাতে পাতছে যেন ফাঁদ। হাঁটছি আমি পথের বাঁকে পাশে সবুজ বন, মৃদু আলোর পরশ পেয়ে নেচে ওঠে মন। বিস্তারিত
শাহজালাল সুজন ঘোর আঁধারে মনুষ্যত্ব অঙ্কুরে আজ মরে, বিকশিত হয়নি জ্ঞানে অন্ধ বিবেক ঘরে। অঙ্কুরোদগম পথ শিশুর অকালে প্রাণ ঝরে, মরু কানন জল পিপাসায় হৃদ বিদীর্ণ করে। অনিশ্চিত রয় ভবিষ্যতে
শাহজালাল সুজন বাড়ীর পাশে শালদহ নদী অথৈ জলে থাকে, আসো তুমি কোমর দুলে নদীর স্রোতের বাঁকে। কলসি কাঁখে নদীর তীরে হাঠো যখন তুমি, কাঁকন সুরে নেচে ওঠে আমার হৃদয় ভূমি।
শাহজালাল সুজন উচ্চবিত্ত বিলাসীতায় দিন যে তাঁদের কাটে, হালাল হারাম বন্ধু হয়ে জল খায় যে এক ঘাটে। উপঢৌকন নিচ্ছে তাঁরা ঘুষখোর ভিন্ন নামে, টাকা এখন পাত্র ভেদে ভরে ঝুলি খামে।
শাহজালাল সুজন লাফিয়ে আজ ব্যাঙ চলেছে ছাতা মাথায় দিয়ে, আনন্দে মন খুব মেতেছে ব্যাঙের নাকি বিয়ে! ঝড় বাদলে ঢোল পিটিয়ে যাচ্ছে নদীর ঘাটে, ডাক দিয়েছে সব বন্ধুদের একটু করে হাঁটে।
শাহজালাল সুজন হিংসা মনে খায় যে কুড়ে আমল গুলো ধরে, হারাম ঢুকতে দেয় না কভু মূল আমলের ঘরে। আপন করো সুজন জেনে বন্ধু বানাও তারে, ভুল সঙ্গতে মায়ার জালে আসে
শাহজালাল সুজন নতুন বছর এলো ফিরে, থাকুক না সব স্মৃতি ঘিরে। দু:খ স্মৃতির পাতা খুলে, জরাজীর্ণ যাবো ভুলে। নতুন দিনের স্বপ্নের জালে, বাস্তব করবো চব্বিশ সালে। সত্যের মালা নিবো গলে,
শাহজালাল সুজন সাদা মেঘের ডানায় চড়ে প্রকৃতিতে আসে ধেয়ে, শীত ঋতুতে কাশবন ফুলে প্রাণবন্ত হয় পরশ পেয়ে। পৌষালি মন সিক্ত রোদে কুহেলী রয় পথের বাঁকে, উপন্যাসের পাতা জুড়ে গল্পকথন ছবি

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (সকাল ১০:০২)
  • ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৪ রবিউস সানি, ১৪৪৬
  • ২ কার্তিক, ১৪৩১ (হেমন্তকাল)
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT