সাজ্জাদ ফাহাদ মধুমক্ষিকা হয়ে এদিক সেদিক উড়ি- বেলা শেষে ঘরে ফিরে পিতৃ দেহে তীর ছুরি। আমি এমনি এক নদীর মাঝি যে নদীর নাই তীর ; বেকারত্বের ক্ষুধা আমারই গভীরে করেছে
হাবিবুর রহমান হাবিব কোথায় আছো, কেমন আছো, আছো কোন খানে? হয়না দেখা বুহুদিন, সুহাসিনী তোমার সাথে! তোমায় কতো কবিতা দিলাম, ডাকলাম কতো সুরে, তবুও তুমি হলেনা আমার রাখলে আমায় দূরে
রেজা কারিম দুপুর বেলা গ্রামের ছেলে করতে গোসল যায় নদীতে সূর্য তখন মাথার ওপর ইচ্ছেমতন আগুন ঢালে মগড়া নদীর দুটি পাড়ে জায়গা মেলা ঘাসের খেলা মাঝনদীতে অল্প পানি যাচ্ছে বয়ে