• আজ- রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন

কন্টেন্ট রাইটিং শেখার উপায় সমূহ

আব্দুর রহমান / ২৮৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
content writing
content writing

add 1

ডিজিটালাইজেশনের এই বৈশ্বিক আলোড়নের যুগে কন্টেন্ট রাইটিং শুরু করার আগে এ বিষয়ে ভালোভাবে জানা জরুরি। আপনি চাইলে – বিনামূল্যে (ফ্রি) বা অর্থ প্রদান (পেইড অর্থাৎ পে) করতে পারেন। রাইটিংদুই ক্ষেত্রেই এর সুবিধা এবং অসুবিধা আছে। অনলাইনে ফ্রি রিসোর্সের কোন অভাব নেই। আপনার যদি কোর্সের জন্য টাকা না থাকে, তাহলে আপনি ফ্রিতেই অনলাইনে কন্টেন্ট কীভাবে লিখবেন তা শিখতে পারেন। এর জন্য প্রয়োজন অদম্য ইচ্ছাশক্তি ও ধৈর্যের। কিন্তু কয়েনের উল্টো পিঠের কথা চিন্তা করলে, যদি বাস্তবে ফ্রিতে একদম নতুন কেউ কন্টেন্ট রাইটিং শিখতে যায় তবে রিসোর্সের মহাসমুদ্রে ভেসে যাওয়াটাই স্বাভাবিক। বেশিরভাগ ক্ষেত্রে নতুনরা যেকোনো নির্দেশনার অভাবে হাল্কা-পাতলা ধারণা নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়ে এবং পরবর্তীতে সাকসেস না পেয়ে ধাক্কা খেয়ে হতাশ হয়ে পড়ে। এক্ষেত্রে কোনো পেইড কোর্সের আন্ডারে থাকলে একটা মহাসমুদ্রের ভেতর থেকে আপনি সঠিক গাইডলাইন পাবেন। আপনার জন্য হাতের কাছে সব সিলেবাস আকারে গোছানো থাকবে। একজন মেন্টর বা আপনার পরামর্শদাতা আপনাকে প্রাক্টিক্যালি প্রায় সবকিছু ব্যাখ্যা করবে। বাজারে অনেক কোর্স আছে যেগুলোতে আপনি পারসোনাল ভাবে কোর্স চলাকালীন এবং কোর্স শেষেও সাপোর্ট পাবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই যে, আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি ক্লায়েন্টকে বলতে পারবেন যে, আপনি এই বিষয়ের উপর সম্পূর্ণ কোর্স করেছেন। এতে করে, ক্লায়েন্টও সহজেই আপনাকে বিশ্বাস ও ভরসা করবে।
এছাড়াও কোর্সগুলোতে এক্সপার্টরা কাজ খোঁজা থেকে শুরু করে ভুল শোধরানো- সবকিছুতেই সাহায্য করে। এতে করে, মার্কেটপ্লেসে আপনার হতাশ হওয়ার সম্ভাবনাও কমে যাবে। তবে যেকোনো কোর্স হুটহাট দেখেই কিনে ফেলা উচিত না। এ ব্যাপারে নতুনরা ভীষণ বোকামির পরিচয় দিয়ে ফেলে। বিচার-বিবেচনা করে, কন্টেন্টের লিস্ট দেখেই টাকা দিয়ে কোর্স কিনতে হবে আপনাকে। এজন্য আগে ফ্রি রিসোর্সগুলোতে ঘুড়ে বেড়ানো আপনার জন্য অনিবার্য। কারণ এতে করে আপনি ঐ বিষয়ের উপর ভালো একটি ধারণা পাবেন। বর্তমানে বাজারে অনেক পেইড কোর্স আছে। অনেকে অনেক ধরনের কোর্স করে প্রতারণার শিকার হচ্ছেন। সুতরাং কেনার আগে, আপনি অবশ্যই কোর্স সম্পর্কে বিচার-বিশ্লেষণ করে, রিভিউ দেখে তারপরই কোর্সটি কেনার সিদ্ধান্ত নেবেন। এছাড়া আপনি আমাদের ওয়েবসাইট থেকেও কন্টেন্ট রাইটিংয়ের সকল তথ্য পারেন। কন্টেন্ট রাইটিং ছাড়াও ফ্রিল্যান্সিং জগতের সবকিছু পেয়ে যাবেন সাহিত্যপাতা পরিচালিত এই ফেসবুকে

কন্টেন্ট রাইটিং: ঘরে বসে আয় করার কৌশল

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ

আজকের দিন-তারিখ

  • রবিবার (রাত ১২:৫৮)
  • ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৯ জমাদিউস সানি, ১৪৪৬
  • ৭ পৌষ, ১৪৩১ (শীতকাল)
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT