শিশু বৃদ্ধ যুবক সবাই
মত্ত কেনাকাটায়,
অলিগলি ফুটপাত গরম
বাজার মেলামেশায়।
ছুটছে শিশু কিনবে পোশাক
সুন্দর গয়নাগাটি,
ঈদের দিনে গোসল সেরে
সাজবে পরিপাটি।
সকাল থেকে রাত নিশীথে
কাপড় ঘাটাঘাটি,
এই দোকান আর ঐ দোকানে
দামদর কাটাকাটি।
কেহ ঠকে কেহ জিতে
খুশির মাখামাখি,
ঈদের দিনটা কাটবে কেমন
তার ছক আঁকাআকি।
পোশাক পড়ে আয়না লয়ে
গায়ে জড়াজড়ি,
ঈদের দিনে ছুটাছুটি
পার্কে গড়াগড়ি।