উপহার, উপঢক্ষণ, সবাই পেতে চায়
কেউ পাবে, কেউ পাবে না, সবাই যেন পায়!
নবীগন থেকে সাহাবী, দিয়েছেন যেভাবে
অনুপাতে ছোট-বড় দিতে হবে সেভাবে।
ঈদ-উৎসবে, শিশু থেকে বৃদ্ধ উপহার পেতে চায়
এক টাকার জিনিস সেটা, মন খুঁশি হয়ে যায়।
আত্মীয় কাছে কিবা দূরে, সবাইকে আপন করে নাও
মান নিয়ে, কথা না বলে, সবাই খুঁশি মনে দাও।
কিছু কথা মনে থাকে ভুলে না আজীবন
সামান্য বিষয় নয় এটা! কষ্ট পায় ওই জন।
রাসুলের সুন্নাহ ভেদা-ভেদ করা ঠিক নয়
সামর্থ্য যদি না থাকে কাগজের ফুল বানিয়ে লয়।