আমাদের মিরপুর
স্বপ্নময় অচিনপুর।
তারুণ্যে উদ্বামী
জমজমাট প্রতিক্ষণি।
ঢাকার মধ্যপ্রাণ
ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান।
স্ত্রী,সন্তান প্রজন্ম
মিরপুরে আমার জন্ম।
ভালোলাগার মায়া
সবুজ অট্টালিকার ছায়া।
শৈশবে কৈশরে
মায়া জড়ানো মিরপুরে।
স্মৃতিভরা ছোট্টবেলা
আবেগময় পথচলা।
চলে যেতে হবে
অস্থায়ী ওই ভবে।
প্রাচীন সভ্যতায় ঘেরা
ঐতিহ্য, ইতিহাসে সেরা।
জ্ঞানী, গুণী ব্যক্তি আছে
অনেকেই চলে গেছে।
ডিফেন্সের মধ্য ঘাটি
ভালোবাসি ভূমি-মাটি।
মিরপুর ঢাকার সেনানিবাস
এখানে আমাদের বসবাস।