ভালোবাসার ক্যাম্পাস সকল
বিশালতার পাহাড়,
সুখে দুঃখে ছিলাম মোরা
সহপাঠী তাহার।
সবুজ ভরা কলেজ প্রাঙ্গন
আমাদেরই দখল,
কোলাহলের অরণ্যময়
সারি সারি মহল।
সন্ধ্যা-বিকেল পরশ মাখা
সবুজেরই শালা,
উঁচু নিচু ইমারতে
পরিচিতি পালা।
প্রবাহিত বহুদিনের
ভুলে গেছে সবে!
অলস সময় স্মৃতি গড়ে
মনে পড়ে তবে।
গানে গানে মুখরিত
প্রেমাদানে ঠাট্টায়,
সহপাঠীর আলাপনে
বন্ধু মহল আড্ডায়।
আবাসনে বহুদূরে..
খাবারের সমাবেশ,
বিদায়েরী সমীকরণ
কাটে নাই সেই রেশ।