বিত্তবান নয় আমি
আমার নেই অর্থ বিত্ত প্রাচুর্য ধন দৌলত,
নেই সম্পত্তি সম্পদ
পার্থিব নেই তেমন কোন ঐশ্বর্য
তবু সুখি আমি অগাধ।
আমি হতদরিদ্র
তাই তো আমি দারিদ্র্যতাকে ভালোবাসি,
লিপ্সা হীন হয়ে
টানাপোড়ন অভাবের সংসারে
রাখি নিজেকে হাসি খুশি।
দুঃখ তবু নাহি পুষি
কেননা আমার দৈনন্দিনের দারিদ্র্যতা
রবকে ভালোবাসতে শেখায়,
পরকালের মুক্তির পথ দেখায়,
শান্তি এনে দেয় হৃদয়।
সুখ আর বিলাসিতা
আল্লার পথ থেকে যে দূরেতে হঠায়,
পরকালের সুগম পথটি
দুর্গম করে যে বাঁধাগ্রস্ত কাঁটায়
যতো পাপ অশান্তি বাঁধায়।