তিরিশ দিনে তিরিশ রোজা
হালকা হবে গুনাহ বোঝা,
খোদার তরে রাখলে রোজা
জান্নাতের পথ সুগম সোজা।
দান সদকাতে নেকি বেশি
পরকালে উঠবে হেঁসে হাঁসি,
খতমে কুরআন নেকির রাশি
তাহাজ্জুদে হয় আল্লাহ্ খুশি।
শবে কদর তালাশ কর রোজ
ধন্য জীবন পেলে তার খোঁজ,
অবুঝ মনে পাবে ঢের বুঝ
উদ্যান আছে চির সবুজ।
রোজা রাখলে পবিত্র মন
আমলনামার বাড়বে ওজন,
বিলিয়ে দে আজ দুনিয়ার ধন
থাকবো ভবে আর কতক্ষন।