হালকা সরু সাদা আভা
নীল আকাশে ভাসে,
দেখবো বলে, তাকিয়ে রই
সিয়াম পালন মাসে।
শুরু হয় তারাবির নামাজ
শীতের সময় দিনটি
বাবা-মায়ের ডাকাডাকি
১৯শ সালের সনটি
সাহারিতে প্রত্যেক রোজায়
থাকবো আমি জেগে!
দস্যিপনায় সময় কাটতো
ধমক দিতেন রেগে।
ফেলে আসা সময়গুলো
ফজর মধ্য রাতে,
প্রথম রোজায় সঙ্গী হতাম
ভাই-বোনেদের সাথে।
ইফতার হতো নানান রকম
প্রস্তুত যতই স্বল্প!
ভালোবাসায় পূর্ণ ছিলো
অনুভূতির গল্প।
এখন সবাই নিজের দেশে
কাজে সকল ব্যস্ত!
পরিবর্তন যুগের হাওয়ায়
স্বার্থ খুঁজে ন্যস্ত।