ভাবছো কী আর তুমি মুমিন
আসছে রমাদান,
পাপ মোচনের সুযোগ পাবে
পাবে যে আঁচান।
রহমত পাবে নাজাত পাবে
পাবে মাগফিরাত,
রোজা রেখে নামাজ পড়
মিলবে আখিরাত।
রোজা রেখে কোরআন পড়
করো যে ইবাদত,
রমজান এলো বছর ঘুরে
অশেষ নেয়ামত।
দান সদকা করো রে মুমিন
গরীব দুঃখী দেখে,
ধনসম্পত্তির যাকাত দিও
কী হবে তা রেখে।
সবান দিলো রোজার চিঠি
ক’দিন আছে বাকি,
একটা মাস সিয়াম সাধনা
মশগুল হয়ে থাকি।