এক যে ছিলো সোনার ছেলে
মুজিব তাহার নাম,
তাহার খ্যাতি দেখেছিল
বিশ্ব ধরাধাম।
গা গেরামের যুবক তিনি
সবার ছিলো আপন,
সাদাসিধে, সহজ সরল
করতেন জীবন যাপন।
বুকে ছিল অসীম সাহস
মনে ছিল বল,
তাঁর ডাকেই দেশ হয়েছিল
এক বাঙালি দল।
তাঁর হুকুমেই যুদ্ধ হলো
জিতলো বাংলাদেশ,
পাকবাহিনী লেজ গুটিয়ে
পালালো শেষমেশ।
এক মুজিবে স্বাধীন পেলো
এক ভাষণের দেশ,
লক্ষ মুজিব দেশে এখন
উন্নয়নে বেশ।