নারী জায়া নারী মায়া
অমূল্য এক ধন,
ভালোবেসে সবার তরে
বিলায় সরল মন।
নারী শক্তি নারী সাহস
নারীর বহু রূপ,
তারই ত্যাগে ভূবন মাঝে
জ্বালায় প্রেমের ধূপ।
নারী হলো মায়ের জাতি
নারী দেশের মান,
ত্রিভূবনে নারী জাতি
মহান প্রভুর দান।
নারী ও নর সমাজ গড়ে
রাখে সমান তাল,
দুজন মিলে বাঁধে সংসার
কাঁটায় জীবন কাল।
নারী পুরুষ নাইকো তফাৎ
কর্মে দেখো আজ,
সকল কাজে সফল তারা
পরছে মাথায় তাজ।