অগ্নিঝরা মার্চে আসে
স্বাধীনতার ডাক,
বঙ্গবন্ধুর ভাষণ ছিল
হটাও দেশের পাক।
পাক বাহিনীর গণহত্যায়
ভয়ে কাটে রাত,
মশার মতো মানুষ মেরে
রাঙায় তারা হাত।
বীর বাঙালির দীপ্ত শপথ
দিবে নিজের জান,
জীবন বাজি লড়াই করে
রাখবে দেশের মান।
অগ্নিঝরা মার্চের আগুন
পোড়ায় সারা দেশ,
লাখ শহীদের তাজা রক্তে
পেলাম বাংলাদেশ।