মালিক আমায় রিজিক দেবেন
কর্ম করি রবের,
হারাম আয়ে নাই যে শান্তি
ক্ষণস্থায়ী ভবের।
তাঁর হুকুমে সত্য পথে
করবো জীবন যাপন,
নিদান কালে প্রভু বিনে
নাই যে কেহ আপন।
ঈমান লয়ে চলব মোরা
সত্য আঁকড়ে ধরি,
হালাল কামাই রুটিরুজি
হারাম বর্জন করি।
ধন দৌলতের নাইরে অভাব
আমার প্রভুর কাছে,
চাওয়ার মতো চাওরে তুমি
রিজিক অনেক আছে।
অফুরন্ত ভাণ্ডার প্রভুর
কমতি নাইরে কিছু,
অশ্রুজলে সিক্ত করো
করে মাথা নীচু।