অযাচিত ঘটনায় বেইলি রোডে কেবলই কান্নার রোল
আগুনে পড়ে কত যে স্বপ্নদ্রষ্টা প্রাণ গেছে ঝলসে
অসীম আশা ছিলো বুকে অমলিন হাসি ছিলো মুখে
আচানক ঘটনায় আজ তারা শুধুই ইতিহাস,
স্বজনের বিষণ্ন চোখ অপলক দেখছে ঝলসানো দেহ
করুণ আর্তনাদে অবিরত কাঁদছে আকাশ বাতাস
প্রিয়জনকে মাটির বুকে শায়িত করে ঘরে ফিরে
বেদনায় কাতর স্বজন।
নিরবচ্ছিন্ন আঁধার আর দীর্ঘশ্বাস এখন নিত্য সঙ্গী
মুখে নেই ভাষা হৃদয়ে বাজে বিষাদের সুর,
বিবেক বোধ থেকে আমরা শুধুই দিচ্ছি সান্ত্বনা
এইভাবে আর কত দেখবো আগুনের বিভীষিকা!
স্বজনরা কত কাঁদবে অর্থলোভী দানবদের দুষ্কর্মে!