শবে বরাত আসলে কি
পটকাবাজি পোড়ানো?
বেদাতের জরাজীর্ণ ধর্ম
অজ্ঞতাদের গড়ানো!
হালুয়া রুটির খাওয়া
মাজার পূজারীদের ধান্দা,
অসৎকর্মে মগ্ন সবে
তারাই নেক্কার বান্দা।
দান করা যাবে, যে কোন সময়
নির্দিষ্ট করে কেন?
গোপনে গোপনে দান করিলে
পূর্ণতা হয় যেন।
শা’বান মাসের মধ্য রজনী
শবে বরাত মানি,
চৌদ্দ শা’বান দিবাগত রাত্রি
হাদিস-কোরআন থেকে জানি
কবুল হবে না যাদের দোয়া
অন্তরে হিংসা-বিদ্বেষ পোষণ,
শিরকে আছেন মানবজাতি
ভালো সেজে দিচ্ছে ভাষণ।
নিসফ মিন শা’বান মগ্ন থাকি
একা একা ইবাদাতে
সুন্নাহ রোজা, নফল নামাজ
পালন করিব গভীর রাতে।