অনীহা ছিল অনেক কিছু
রপ্ত বিহীন লেখা,
নিজের বইয়ের গঠন হবে
হঠাৎ করে শেখা।
পদার্পনে ছিল আমার
গুণীজনের দেখা,
প্রথম হতেই ভালো কিছু
জমাকৃত লেখা।
হাতি খড়ি শিক্ষক সবই
জানার আনেক বাকি,
আগাম সময় পরে আছে
নতুন করে আঁকি।
২০২৪ পেয়েছি আমি
নিতে তিনি পারেন!
অহংকারের পতন যেন
কলব থেকে সরেন।
রেখে যাব সবার জন্য
চলে যাব আমি,
চৌদ্দপুরুষ মনে করবে
কলম আমার দামি।
বইমেলাতে অংশগ্রহণ
স্বপ্ন আমার চলো,
ভালো মানুষ আনাগোনায়
সাথী আমার হলো।