ভালোবাসা কখনো পুরনো হয় না
বহু বছর পরেও প্রিয় মানুষকে নুতনই লাগে।
ভালোবাসার কোনো উপসংহার হয় না
নবসূয্যির মতো নবরূপে সূচনা হতেই থাকে।
ভালোবাসায় কোনো গোত্র ভেদাভেদ হয় না
শুধুই ভালোবাসা জাগ্রত হয়।
ভালোবাসার কোনো রং হয় না
ধর্ম-বর্ন নির্বিশেষে ভালোবাসায় মিশে যায়।
ভালোবাসা হলো বহুকাল পড়ে প্রিয় মানুষকে দেখে আলিঙ্গন করার তাড়াহুড়ো।
ভালোবাসা হলো হাজারটা বারণ থাকার পরও প্রিয় মানুষকে দেখার পাগলামি।
ভালোবাসা হলো হাজারটা বাধা অতিক্রম করে প্রিয় মানুষের কাছে যাওয়ার আকুতি।
ভালোবাসা হলো ডুবে যাওয়া নৌকার মাঝি হয়ে মৃত্যুর সহযাত্রী।