কিচিরমিচির মিষ্টি ধ্বনি
ঘুম ভেঙে যায় সবার,
ভোরের পাখি ডেকে বলে
সকাল হলো এবার।
খোকন উঠে বাহির হাটে
নতুন নতুন পাখি,
শীতের পরশ আনাগোনায়
জুড়ায় মনো আঁখি।
ঋতু যেন ভেঙে গেছে
নেই যে আগের মত,
খোকা খুকি অবাক চোখে
উড়ছে পাখি কত।
সাদা সাদা রঙিন পাখি
এলো আমার দেশে,
উড়ছে ওরা বাংলার বুকে
আসছে অতীত বেশে।