অসৎ লোক সত্য ভুলে
মিথ্যা দিয়ে করছে জয়,
জোয়ান বুড়ো গড়গড়িয়ে
হরহামেশা মিথ্যা ক’য়।
সততা আজ হচ্ছে বলি
সভা সমাজ পথে ঘাটে,
কথার কথা বলছে সবে
মৃদু হাসি ভরা ঠোঁটে।
গাড়ি বাড়ি করার নেশায়
অসৎ পথে খাচ্ছে লুটে,
সততার বাণী নিরবে কাঁদে
দুনিয়ার এই তটে।
আসবে সু’দিন যে’দিন হবে
সত্য মিথ্যার লড়াই,
অসৎ লোকের বিচার হবে
ভাঙবে সকল বড়াই।