এঁরা পারে না হাঁটতে
পারে না ভালো ভাবে কথা বলতে
চলতে ফিরতে অচল জীবন।
জানে তাঁরা, প্রতি পদে পদে বাঁধা আছে
অ-পারার হাত ছানি আছে
অনুকুল অবস্তা নেই তাঁদের কাছে!
শুধু এইটুকু জানে , এইটুকু মানে
“পারবোনা নেই তাঁদের মনে ”
অসম্ভব যা কিছু , পার হতে জানে।
হেলেন কেলার , স্টিফেন হকিং
তাঁরা এক এক জনে
সে কথাটি রাখা আছে মনে।
এঁরা বড় হোক , এঁরা সার্থক হোক
অ -পরাজিত জীবন
অক্ষয় হোক এদের সুধা সঞ্জীবন।