ঘুড়ি তুমি ইচ্ছা মত
উড়ছো আকাশেতে,
তুমি কী জানো না?
তোমার নাটাই আমার হাতে।
উড়ে নাও যত পারো
ইচ্ছা যত আছে,
একদিন আসতেই হবে
তুমি আমার কাছে।
জীবন তোমার ঘুড়ির মতোই
আমার হাতে বাধা,
দেখতে তুমি পাওনা আমায়
যেন গোলক ধাঁধাঁ।
নাটাই ধরে আমি যখন
দিয়ে দিবো টান,
তখন শেষ হয়ে যাবে
জীবনের সব গান।