বাপের বাড়ি রাজকুমারী
খুব আদরে থাকে,
রাজকুমার এক রাজার বেশে
নিয়ে যাবে তাকে।
বাপের বাড়ি ছাড়বে সেদিন
অনেক দূরে যাবে,
নতুন আলয় থাকবে ভালো
সুখের দেখা পাবে।
চাইলে ছুটে আসবে নাকো
বাপের বাড়ি চলে,
স্বামীর আজ্ঞা মেনে তবেই
আসতে হবে বলে।
শৈশব কৈশোর বাপের বাড়ি
বেজায় খুশি ছিল,
সবার ছেড়ে সুখের খুঁজে
হঠাৎ উড়াল দিল।
বাপের বাড়ি বেড়াতে যায়
আজ অতিথি বেশে,
অনেক তাড়া সংসারে তার
থাকে দুদিন হেসে।
বাপের বাড়ি যায় নি ছেড়ে
অনেক দূরে আগে,
সেই বাড়িতে আসতে এখন
স্বামীর আজ্ঞা লাগে।