বইমেলাতে যাবে খোকা
ধরেছে আজ বায়না,
গল্প-ছড়ার বই কিনিবে
অন্যকিছু চায় না।
খোকার বাবা ব্যস্ত থাকেন
সময় নাকি পান না,
রোজ ঝামেলার কথা বলে
করেন তাল-বাহানা।
বাবা বললেন, চলো খোকা
আমার হাতটি ধরে,
আজই আমরা মেলায় যাব
ঘুরব বিকেল ভরে।
খোকার পোষা টিয়া পাখি
সঙ্গে যাবে উড়ে,
ছড়ার বইয়ের সুন্দর ছবি
দেখবে মজা করে।