এই প্রকৃতি আঁধার হলো বৃষ্টি হবে বুঝি
হয়ত আবার ঠাণ্ডা পড়বে গরম কাপড় খুঁজি,
ভোর কুয়াশায় ডেকে যাবে রাস্তাঘাট আর নদী
ভয়ের মাঝেই থাকি সবাই ফেরি ডুবে যদি!
এই কুয়াশায় যায়না দেখা দুর্ঘটনা ঘটে
দুর্ঘটনা ঘটে গেলে খুব রটনা রটে।
চোখের জলে বুক ভেসে যায় দুঃখ হয়ে যায় সাথী
জীবন সংসার তামাতামা নষ্ট রাতারাতি।
শীতের দিনে বৃষ্টি হলে কষ্ট অনেক বাড়ে
স্থীর হয়ে যায়না থাকা হাড় কাঁপিয়ে ছাড়ে।
ঠাণ্ডা জ্বরে ভুগতে থাকে বৃদ্ধ, শিশু মরে
রান্নাবান্না বন্ধ থাকে,অভাব থাকে ঘরে।
মাঠের ফসল যায়না তোলা নষ্ট হয়ে যায় ক্ষেতে
অধিক খরচ করতে যে হয় ফসল গুলো পেতে।
শীতের বৃষ্টি নয়ত ইষ্টি জ্ঞানীগুণী বলে
কষ্ট গুলো সব মানুষের উপর দিয়ে চলে।
দূর আকাশে মেঘ সেজেছে ভয় জেগেছে মনে
সবাই সবার নিচ্ছে খবর মোবাইল আর ফোনে।
কখন জানি কি হয়ে যায় শৈত্য প্রবাহের ভয়
শীত বৃষ্টির এই অরাজকতা কি জানি কি হয়?