কি অনন্তের মাধুর্য ঝরে
পড়ত তোমাতে
মোহিনী দু চোখ আর
লালিত ওষ্ঠাধারে
কি চিরন্তন শান্তি ছিল
প্রকৃতির সরলতায়
তোমার নির্জন নিজেস্বতা নিয়ে ।
অহেতুক মুছে ফেলে, ভ্রান্ত পরিচয়
জিজ্ঞাসা যদিও ছিল ভ্রুলতার কম্পনে
কৌতূহলে ভরা এ মন – আঁখির পাতায়
কত আলো ছায়া খেলে যায় সেথা।
আলোর চমকে জাগে উজ্জ্বল আভায়
তবু স্বর্গীয় সুষমার জ্যোতি
অঙ্গে প্রত্যঙ্গে সোনা আলোর ছটায়
ভরে যেত মন প্রাণ
কমল হাসিতে
কত জন্মের সব হারানো মুছে
ভরে যাবে মন প্রাণ সুখের ছোঁয়াতে।