প্রভাত ধারায় যায় বয়ে যায়
প্রভাত ফুলের ঘ্রাণ ;
স্নিগ্ধ প্রেমে মুগ্ধ হলে
আলোক সকল প্রাণ।
বিশ্ব মায়ার দাসের খেলায়
উদাস হলো সব ;
নিত্য বেলায় নৃত্য ওঠে
দুখের কলরব ।
উদার করার আমন্ত্রণে
সদা বাজে ধুম ;
সকল বিবেক সকল পাপে
ছড়িয়ে দিলো ঘুম।
আর না থাকুক কলুষ ছায়া
বিশাল ধরার মাঝ ;
আলোর রঙে আলোক থাকুক
সব মানুষের কাজ।