দীর্ঘ সময় পর পেয়েছি খোঁজে
ভালবাসার নিষ্পাপ হৃদয় গহীনে
অপরিকল্পিত অসাধ্যের আরাধনা
অবাস্তবতায় স্বপ্নের মেলেছে ডানা।
মেঘের রাজ্যে স্পর্শহীন দেহখানি
শিশির ভেজা ঘাসের মসৃণ অনুভূতি
হবে না দেখা জানি তবু চেয়ে দেখি পথ
হরদম নীরবতায় স্তব্ধতার অনুভব।
প্রতিক্ষায় প্রকৃতি করছে আজ প্রলাপ
হচ্ছে দূর দূরান্তে পেরিয়ে প্রেমের আলাপ
নিঃশ্বাসের দূরত্বে থাকা অস্তিত্বের বিশ্বাস
ভুল শুধরে পাশে থেকে যাওয়ার আশ্বাস।