সূর্যকে বলেছিলাম আর একটু তপ্ত হও
সূর্য বলে গলে যাব।
আকাশকে বলেছিলাম আর একটু স্ফীত হও
অভ্রু বলে ফেটে যাব।
বিন্দুকে বলেছিলাম আর একটু ছোট হও
বিন্দু বলে হারিয়ে যাব।
গোলাপকে বলেছিলাম আর একটু সুন্দর হও
গোলাপ বলে গৌরব হারাব।
আপন সীমানা দ্বারা সকলে সসীম
সীমা ছেড়ে কেউ হতে পারে না অসীম।
পতনের বীজ বোনা চূড়ান্ত সীমায়
লঙ্ঘিলে পতন পর্ব শুরু হয়ে যায়।