নারী মাতা নারী বোন
নারী ঘরের ছায়া,
জগৎ সংসার জড়ায় রাখে
দিয়ে আদর মায়া।
নারী বিহীন অচল জগৎ
ঘরের আসল চাবি,
রহস্যময়ী গুনের আঁধার
জ্ঞানীজনের দাবি।
নির্মাণ বিনাশ উভয় কাজে
নারী খুবই দক্ষ,
কলহতে বেশি নিপুণ
মুখের ভাষায় পক্ক।
একের বেশি বসলে নারী
হয়না শেষ অল্পে,
বচনের পর বচন চলে
নিজ ঘরেদের গল্পে।
কেউ মাতা হয় পূর্ণ বয়সে
কেউ বা ষোলো কুঁড়ি,
দুনিয়ার বুদ্ধি নিয়ে
হয় যে পাকা বুড়ি।