এনায়েত নগর ইউনিয়ন
মাদারীপুর জেলা,
বড় খালার বাড়ি এলাম
আনন্দের এক মেলা।
ভাইয়ের সাথে দেখা হল
খোকা খুকু মনি,
কিছু স্মৃতি রচনা হলো
নতুন কিছু বুনি।
অর্ধ চাঁদের শীতের রাত
পালংশাকের মজা,
খালা বাড়ির আপ্যায়নে
তাজা ইলিশ ভাজা।
নিঝুম রাতের খেজুরের রস
রং চায়ের ধোঁয়া,
সুজন, সুমন, রফিক ভাইয়ের
দারুন আড্ডার ছোঁয়া।
গরুর মাংসের ভুনা খিচুড়ি
কমল পানীয় ভোজন,
রাত বারোটা বাজলো এবার
মাহফিলে বন্ধু স্বজন।
ফেলে আসা দিনগুলো
আবার তাজা করে,
নতুন পাতায় লিখে নিলাম
স্মৃতিচারন ধরে।