ভোরের মিছিল নব আলোর খুঁজে
কুয়াশা কেটে আসবে সুপ্রভাত
পাখিদের কোলাহলে সোনালি সকাল
মেঘহীন আকাশে গাঙচিলের উড়ন্ত মেলা
পাহাড়ের বুক ছিঁড়ে অবিরাম ঝর্ণার কান্না
রঙিন প্রজাপতির ডানা মেলা উল্লাস
সরষে ফুলে মৌমাছির মধু আহরণে অভিলাষ।
বটতলায় দাঁড়িয়ে প্রেমিকের নিঃসঙ্গ প্রহর
অশান্ত মনের বাহুডোরে সময়ের আত্ম প্রলাপ
প্রকৃতির সাথে বাতায়নের যেন প্রেমালাপ।