ভাবছি বন্ধু আসবে তুমি
এই যে শীতের কালে,
ভালবাসারই কাঁথা হবে
চুমু দিবে এসে গালে।
দিন কাটে তোমার আশা
পোহায় না যে রাত,
শিশির ভেজা সাজ সকালে
ধরবে আমার হাত।
কথা ছিলো আসবে বাড়ি
হইবে গায়ের কাঁথা,
ভালবাসার যে গল্প করবো
রাখবো বুকে মাথা।
ঘাসের ডগার শিশির তুলে
দেবো তোমার হাতে,
তোমার হাতেই হাত রেখে
চলবো একসাথে।