শীতের ছুটিতে আমরা সবাই
মামার বাড়িতে যাই,
নানীর হাতের মজার মজার
পিঠাপুলি রোজ খাই।
নানীর হাতের ছোঁয়ায় ভরায়
নানান রকম পিঠা,
পিঠার মাঝে ই লুকিয়ে থাকে
খেজুর রসের মিঠা।
সকালবেলা নিত্যে উঠে নানী
পিঠাপুলি তৈরী করে,
আমরা সবাই নিত্যদিনে সদা
খাই বেশ পেট ভরে।
খাওয়ার মাঝে গল্পের আসর
শুরু করে নানাভাই,
পুরোনো দিনের গল্পের মাঝে
আমরা হারিয়ে যাই।
তাই তো সবাই সকালবেলায়
একসাথে থাকি বসে,
গল্পের আসরে হয় যে খাওয়া
মজা করে হেঁসে হেঁসে।