কিরে পিচ্চি বাসা কোথায়,
এখানে কী করছিস?
এদিক-ওদিক তাকিয়ে তুই
কিছু যেন খুঁজছিস!
না না ম্যাডাম, ডরাইয়েন না
এদিক দিয়াই যাচ্ছি,
ভাবলাম একটু জিরাইয়া লই
অনেকটা পথ হাঁটছি।
আচ্ছা বলতো, তোর গায়েতে
কীসের পচা গন্ধ?
নোংরা জামা গায়ে দিছস
লাগছে তোকে মন্দ।
কী যে বলেন ম্যাডাম আপা
না খাইয়া দিন কাটাই,
মা-বাপ ছাড়া এতিম আমি
অসহায় এক টোকাই।