ঘোর আঁধারে মনুষ্যত্ব
অঙ্কুরে আজ মরে,
বিকশিত হয়নি জ্ঞানে
অন্ধ বিবেক ঘরে।
অঙ্কুরোদগম পথ শিশুর
অকালে প্রাণ ঝরে,
মরু কানন জল পিপাসায়
হৃদ বিদীর্ণ করে।
অনিশ্চিত রয় ভবিষ্যতে
নিভু জীবন বাতি,
নির্বিকার আজ দৃষ্টিভঙ্গি
পঙ্গুত্বে জ্ঞাণ জাতি।
বিবেক আকাশ মেঘে ঢাকে
ঝাঁপসা চোখে দেখা,
ঝড় বাদলে অনাথ শিশুর
অদৃষ্ট ছাপ লেখা।
অমাবস্যা চোখের জলে
মলিন হয় যে মুখে,
হাহাকার আর আর্তনাদে
কেউ থাকে না সুখে।