নতুন বছরের নতুন বই
উৎসব হবে নেবার
ছাত্র-ছাত্রী আনন্দিত
উৎফলিত এবার।
পরবর্তী নতুন শাখায়
পড়বে নতুন পাতায়
অতীত থেকে শিক্ষা নিয়ে
লিখবে নতুন খাতায়।
বইয়ের পাতায় এপিট ওপিট
কতো ছবি আঁকা
মনোযোগী খোকা খুকু
ঘুরবে জ্ঞানের চাকা।
ছেড়া পাতায় পুরাতন বই
অবাক চোঁখে দেখা
স্মৃতি ভরা বই যে আমার
অর্জনকৃত লেখা।
চব্বিশ সালের প্রথম প্রহর
হবে মিলন মেলা
মুখরিত নতুন বইয়ে
নগর শহর জেলা।