সর্ষেফুল মেয়েটার চিবুকে মখমলী রঙ, সরব অস্তাচলে বলাকা নিরুদ্দেশ ভ্রমণ গুটিয়ে নিয়েছে।
নোটন নোটন পায়রার বাক-বাকুম
টুটে যায়,
খোয়ারি আলীজান বেওয়ার নিরলস
ঘুষঘুষে আগুন।
দারিদ্র্য যাপনে কষ্টের খাদের কিনারে বগবগানো
ভাতের হাড়ি।
কার্যত ওম নিতেই সমবেত সুধীজন সবাই
সামিল নগ্নতায়,
কর্কশ বছরের সিঁড়ি পেরোচ্ছি।