উঠবো আমি ঊষালগ্নে
সূর্য জাগার আগে,
শিশির ভেজা তরু দোলে
ভোরের বাতাস লাগে।
সবার নিদ্রা ভাঙতে আমি
হবো ভোরের পাখি,
বলবো সবে জাগো এখন
মেলে দেখো আঁখি।
ওযু করে প্রস্তুত হয়ে
নামাজেতে যাবো,
নামাজ শেষে ফিরে এসে
প্রাতের নাস্তা খাবো।
ভোর সকালে উঠতে হবে
স্বাস্থ্য বিজ্ঞান বলে,
ধর্ম শাস্ত্র সবই হবে
ভোরের পাখি হলে।
প্রাতের বাতাস লাগলে গায়ে
শরীর থাকবে ভালো,
হৃদয় থেকে উঠবে জেগে
ভালো কাজের আলো।