আগে বোঝো সব ধর্মের মর্ম?
অহিংসাই যে পরম ধর্ম,
আমার ভালো যদি না হয় কর্ম
তবে ধর্ম করার মানে কি?
সকল জাতি ধর্মের নির্বিশেষে
মানবতার সেবায় এসে,
সব প্রাণী জীবকে ভালোবেসে
খুঁজে দেখ কোথায় বিধি?
মাখলুকাত মাঝে মানুষ সেরা
থাকলে মনে হিংসা ভরা,
মানুষ হয়ে মানুষকে হত্যা করা
কোন ধর্মের রীতি নিধি?
সব করলে তাই যে জীব ভক্তি
মিলতে পারে শেষে মুক্তি,
ধর্মের রেষারেষি সব ভুলে শক্তি
সেবাতেই প্রভু মেলে যদি।