ফিরে এলো আবারও
নির্বাচনের পালা
দুঃখ-কষ্ট গোছাবে কে?
দারিদ্রতার জ্বালা।
৭ই জানুয়ারি অনুষ্ঠিত
নির্বাচনের ধ্বনি
দ্বাদশ জাতীয় সংসদ
বিজয়ের গান শুনি।
দ্রব্যমূল্যের দাম কমাবে
গড়বে দেশ যে সভ্য
বিদ্যুৎ, পানি, গ্যাস যে পাবো
পাই যে সহজলভ্য।
অসহায়দের পাশে থাকবে
নেতা-নেত্রী সকল
সাক্ষী রবে বিশ্ববাসী
কাটবে চিন্তার ধকল।
অসাধুদের কর্ম কাজে
বাধা করবে গতি
নির্বাচনের মাধ্যমে পাবো
উত্তম দলপতি।
জনগণের আশা শুধু
সুষ্ঠ সঠিক ভোটে
স্বপ্ন দেখে সকল মানব
ন্যয়ের বিচার জোটে।