শিশুরা তো অবুঝ বড় নয়তো সে
শান্তভাবে বসতে ওরা পারে না যে,
ঘুরেফিরে খেলবে দুষ্টুমিতে আবার
ছোটাছুটি কাজই ওদের টেনশন দেবার।
বড়রা এক জাগায় চুপ করে বসে থাকো
চুমুক দিয়ে চা খাবে কথা বলবে না কো,
বাচ্চা বলেই থাকেনা এক জায়গায় ওরা
মাতিয়ে রাখে সকলকে হয় দিশেহারা।
ছোট বলেই তো নিষ্পাপ মনটা তাদের
ফেরেশতারা সঙ্গী সাথী আছে ওদের,
শিশুদের ভালবাসতে পারে না যে যারা
মনটা ওদের কঠিন পাথরের দেয়ালে গড়া।
আল্লাহ রাসুল শিশুদের ভালবাসেতেন
নাতিদের স্নেহ মায়া দিয়ে আগলে রাখতেন,
সবাই লক্ষ্য রাখি সকলে আছে যাদের ঘরে
শিশুদের অপছন্দনীয় ব্যক্তি থেকে দূরে।
যারা ওদের নিয়ে ভাবে আগলে রাখবে বুকে
তারা চিন্তাশীলতার মানব, দেখব আমি চোখে!
শিশু বড় নয়’ ওরা না বুঝে কাজ করে সেধে
ক্ষতিকর বস্তু হতে রাখি কলিজা দিয়ে বেঁধে।