• আজ- বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন

সরিষা ফুলের কাব্য 

লেখক : / ৩৫৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

add 1
  • বিচিত্র কুমার 
ঘোমটা পড়া হলুদ পরী,
হিম সকালে ডাগর চোখে ফিরে চায়;
শৈশবকাল হেসে খেলে ওই
মিষ্টি রৌদ্রে কেটে যায়।
ধিরে ধিরে পাপড়ি গুলো উড়তে থাকে:
প্রজাপতির মতো হাওয়ায়।
স্বপ্নগুলো আস্তে আস্তে বাসা বাঁধে বুকে ভিতর
একটু চাওয়া পাওয়াই।
বুকের মধ্যে পোষ ফুল ডানা মেলতে চায়,
নীল আকাশে মেঘের দেশে হলুদ পরী যায়;
মনে মনে স্বপ্নে ভেসে হারায়।
ও পরী তুই চাসটা কী,যা আমার ক্ষেতে নাই?
মুচকি হাসে বলে সরিষা ফুল:
আগে বলেননি কেন আমায়?
ছেলেরা তো এমনি হয় জানো না তুমি?
ছোট্টবেলা থেকে তোমায় কতো ভালোবাসি।
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার (সন্ধ্যা ৬:৫৩)
  • ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬ জমাদিউস সানি, ১৪৪৬
  • ৪ পৌষ, ১৪৩১ (শীতকাল)
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT