বিজয় মানে শেখ মুজিবের
দেশ স্বাধীনের ডাক,
বিজয় মানে বীর জনতার
উচ্চ স্বরে হাক।
বিজয় মানে পাকির সঙ্গে
মুক্তিযুদ্ধে লড়া,
বিজয় মানে যুদ্ধে জিতে
স্বাধীন দেশ গড়া।
বিজয় মানে মাতা ভগ্নীর
সম্ভ্রম রক্ষা পাওয়া,
বিজয় মানে মনের হর্ষে
বাংলার গান গাওয়া।
বিজয় মানে বাংলা মায়ের
শিকল মুক্ত হওয়া,
বিজয় মানে লাল সবুজের
নিশান হাতে লওয়া।
বিজয় মানে বীর জনতার
তৃপ্তির হাসি মুখে।
বিজয় মানে স্বাধীন দেশে
আমরা আছি সুখে।