আজকে তুমি কত ব্যস্ত
কত তোমার কাজ….
তুমি, মস্ত বড় ব্যবসায়ী উচ্চ সমাজ,
সময় মত পড়তে তাই আজ
পারোনা নামাজ….
একদিন, এই ব্যস্ততা সব কেটে যাবে,
অসাড় হয়ে পড়ে রবে।
সেদিন কিন্তু পারবেনা আর
পড়তে এই নামাজ,
যেদিন, সবাই মিলে পড়বে তোমার
জানাযার নামাজ।
যতই হও জর্জ ব্যারিস্টার
তুমি উকিল মুক্তার,
দেশের, রাজা বাদশা মন্ত্রী কিম্বা
কোন বড় অফিসার।
সেদিন, হিসাব তোমায় দিতেই হবে
পাবে নাতো ছাড়….
মৃত্যুর, পরে তোমার কি হবে -তা
করো- কি আন্দাজ?
থাকো যতই আজকে তাই
তুমি কাজের চাপে,
সব কাজ রেখে কাজের ফাঁকে
মনটা প্রভুর সঁপে।
তুমি, নামাজ পড় সকাল সন্ধ্যা
দিনে আরো রাতে..
যেনো, ওপারেতে নামাজ তোমার
হয়, বিজয়ের তাজ।