১৬ই ডিসেম্বরে বিজয়ের মাসে
আজ তোমরা যে করো খুশীর উল্লাস…?
জানো কি তোমরা..?
বাংলার বুকে এই বিজয়টা আনিতে
সমগ্র বাংলার পুকুর ডোবা
খাল বিল হাওড়-বাওড়
আর সাগর নদের পানিতে
ভেসে থেকেছে কত দেশ প্রেমিকের লাশ…?
জানোনা…..
আজ মুক্ত মনে বাংলার জমিনে
প্রাণ ভরে গ্রহণ করছো যে নির্মল বাতাস..?
নি:শ্বাস নেবে যখন…
দেশ প্রেমে একটু হয়ে উদ্বুদ্ধ
মাতৃকার টান হৃদে রেখে অনুভব করে দেখো
সে বাতাসে খুঁজে পাবে
তাদেরই দেহের তরতাজা রক্তের ঘ্রাণ।
সেই সময়কার যারা বেঁচে আছে….
জিজ্ঞাসা করে দেখো জানলে বলবে তারা..
বাংলার শহর বন্দর
বন জঙ্গল ঝোপঝাড় অলিগলি
কোথাও ছিলোনা খালি
সর্বত্রই পড়ে ছিলো বাঙালীর পচা গলা লাশ,
তাদের আত্ম চিৎকারে
বেদনার্ত নি:শ্বাস জমায়িত হয়ে
খন্ড মেঘ হয়ে ভরে যে বাংলার আকাশ।
কম তো নয়.. প্রায় দুই লক্ষ মা,
বোনদের ইজ্জত সম্মান ভূলুণ্ঠিত হয়েছে সম্ভ্রম
প্রায় ত্রিশ লক্ষ তরতাজা ডাগর জোয়ান
এক সাগর রক্ত বিলিয়ে প্রাণ
ভয়কে করে জয় অজয় হয়ে
লাল সবুজের পতাকা হাতে বিজয় বেশে
এনে দিয়েছে আজকের এ বিজয়।