আমার নক্ষত্রের জ্বর
আমার থমকে আছে কন্ঠস্বর
জানি না সে হবে কি না আমার ঘর
প্রার্থনায় রাখি জেনো হই না কভূ পর
হৃদ স্পন্দন বেড়ে করেছে ধড়ফড়
বহু তো হলো কল্পনা
এসেছিলো কিছু জল্পনা ও
আর কিছু ছাইপ্রাশ উদ্বেগ
আমি জানি রুহে হাবুডুবু খায়
এক পসলা ডর।
জানি না হয়ে উঠতে পারবো কি না
একে-অপরের সুখ-শান্তির ঘর,
তবুও প্রার্থনা সেরে উঠুক আমার নক্ষত্রের জ্বর
ঝলমলে রোদ্দুরে সাজাঁতে চাই
আমাদের সরোবর প্রান্তর।
আপনার এক-টুকরো হাঁসি
আমি দেখেছি বারোমাস-ই
আমায় করেছে যা সুহাসিনী
যতনে আগলে রাখলে
হবো আপনার-ই মেঘপরাণি।