সুপ্ত এক বাসনার জন্ম তোমাকে ঘিরে
একটি দেশ একটি পতাকা পেলাম ফিরে।
তুমি বীর দর্পের এক জ্বলজ্বলে কান্ডারী
স্বাধীনতার বীজ তোমার প্রতিভায় বাহারি।
বাঙালি আর বাংলা যতদিন থাকবে
তোমার আদর্শ আর সম্মানে বাঁচবে।
তুমি ধ্রুব সত্য ও শাশ্বত এক আগ্নেয়গিরি
যার বিস্ফোরণের জ্বলন্ত লাভায় মুক্তিতে ফিরি।
লাখ জনতার কলরবমূখর যুদ্ধ
এক শপথের আয়োজনে আবালবৃদ্ধ।
তুমি রবে চিরকাল বাঙালির সনে
স্বাধীনতা ও তুমি একসূত্রে সকলের মনে।