বেস্টু তুমি, দুষ্টু তুমি
করো লুকোচুরি,
তোমায় বিনে আমি যেন
সুতা কাটা ঘুড়ি।
তোমায় পেয়ে আমি খুশি
কাটাই সারা প্রহর,
পাখি হওয়ার ইচ্ছে জাগে
হতে দেশান্তর।
চলো চলো দু’হাত ধরে
করি ছোটাছুটি,
হেসে খেলে এই ধরণীর
আনন্দ সব লুটি।
আমি সদা পাগল-পারা
তোমায় ভালোবাসি,
আচ্ছা বেস্টু, আমায় পেয়ে
তুমিও কি খুশি?